• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধর্ম উপদেষ্টা

জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় হলে সমাজ বদলানো সম্ভব

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:০২ পি.এম.
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সংগৃহীত ছবি

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামে প্রায় এক হাজার বছর ধরে জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো। কিন্তু ব্রিটিশ ও মুঘল আমলে এসে তা ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ হয়ে পড়ে, ফলে সমাজে জাকাতের গুরুত্ব অনেকটাই কমে গেছে। 

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ১৪তম জাকাত ফেয়ারে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার ক্ষেত্রে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর ভূমিকা গুরুত্বপূর্ণ। জাকাত যদি সঠিকভাবে ও সংগঠিতভাবে আদায় ও বণ্টন করা যেত, তাহলে সমাজের বহু সমস্যার সমাধান সম্ভব হতো।

তিনি বলেন, আমাদের দেশে যৌনকর্মকে পেশা হিসেবে বেছে নেওয়ার বাস্তবতা অত্যন্ত দুঃখজনক। জাকাত যথাযথভাবে আদায় ও বণ্টন করা হলে অনেক মানুষকে এমন পেশায় জড়াতে হতো না।

আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা জাকাত দেন না, তাদের ঈমান প্রশ্নবিদ্ধ। আমাদের দেশে অনেক ধনী ব্যক্তি সঠিকভাবে জাকাত আদায় করেন না। অথচ জাকাত কোনো দান-দক্ষিণা নয়, এটি গরিবের ন্যায্য অধিকার। এত গুরুত্বপূর্ণ বিষয় সমাজে উপেক্ষিত থাকায় এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বর্তমান বিশ্ব গভীর দার্শনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটের তিনটি দিক রয়েছে—গন্তব্য নির্ধারণ, সেই গন্তব্যে পৌঁছানোর সঠিক পথ এবং উপযুক্ত মাধ্যম বা ইনস্ট্রুমেন্ট।

তিনি বলেন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের উদ্যোগের একটি বৈশ্বিক গুরুত্ব রয়েছে। জাকাত শুধু আর্থিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক দায়িত্বও। জাকাত প্রদান করেই দায়িত্ব শেষ হয়ে যায় না; সেই অর্থ কীভাবে ব্যবহৃত হচ্ছে, তা তদারকিও সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জাকাত দেওয়ার শুরু থেকে অর্থ ব্যবহারের প্রতিটি ধাপই দায়িত্বশীলতার সঙ্গে দেখা উচিত।

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা