• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গ্যাস সমস্যা ও মন্দির নির্মাণে দ্রুত উদ্যোগ নেব: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ পি.এম.
দয়াগঞ্জ ৪০ নম্বর ওয়ার্ডের গণসংযোগ কালে এক পথসভায় বক্তব্য দেন ইশরাক-ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন , দীর্ঘদিন ধরে এলাকায় গ্যাসের সমস্যা নিয়ে কাজ করা হচ্ছে । প্রার্থী হওয়ায় সব জায়গায় পৌঁছানো এখন সম্ভব হচ্ছে না, তবে নির্বাচনের পর নিজে গিয়ে এই সমস্যার সমাধান করবেন। যখন সুযোগ আসবে আমরা সর্বোচ্চ সহায়তা দিয়ে আপনারা যে মন্দিরটি চেয়েছেন, তা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করব। 

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর দয়াগঞ্জ ৪০ নম্বর ওয়ার্ডের গণসংযোগ কালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন অভিযোগ করেন, প্রতিদ্বন্দী রাজনৈতিক দল বিভিন্ন স্থানে সংঘাত তৈরি করছে এবং নেতৃবৃন্দ ও সাধারণের প্রতি অশালীন মন্তব্য করছে। যদি তারা ক্ষমতায় আসে, নারীদের স্বাধীনতা হরণ হতে পারে এবং সকলের ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ হতে পারে।

তিনি ঢাকা-১৭ আসনের প্রতিদ্বন্দী প্রার্থীর বিতর্কিত মন্তব্যের উদাহরণ তুলে ধরে বলেন, একজন জনপ্রতিনিধি হুমকি-ধামকি দিতে পারে না। ইশরাক হোসেন মনে করেন, এ ধরনের উস্কানি শুধুমাত্র নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খল করার উদ্দেশ্যে করা হচ্ছে।

এই প্রার্থী আরও বলেন, বিগত দেড় বছরে তারা ক্ষমতাসীন ছিল। এখন ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচনের পরিবেশকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে চাই।

ইশরাক হোসেন অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের ছেলে, আপনাদের সন্তান। যে কোনো বিপদে, আপদে আমি ২৪ ঘণ্টা মাঠে থাকব এবং দেশের ও জাতির কল্যাণে রাজনীতি করব।”

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় এলে প্রযুক্তি খাতে ৭ গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে
এ কে এম ওয়াহিদুজ্জামান: বিএনপি ক্ষমতায় এলে প্রযুক্তি খাতে ৭ গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে
ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
মির্জা আব্বাস: ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান