• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তানভীর আহমেদ রবিন:

ফ্যামিলি কার্ডে স্বাবলম্বী হয়ে নারীরা মাথা উঁচু করে দাঁড়াবে

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পি.এম.
কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণায় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে পথসভায় বক্তব্য দেন রবিন-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৪ আসনের  বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা রয়েছে যার মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড এই কার্ডের মাধ্যমে আমাদের মহিলারা নিরাপত্তা পাবে এবং স্বাবলম্বী হয়ে পরিবার তথা রাষ্ট্রকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। 

ফ্যামিলি কার্ড ছাড়াও পরিবারের পুরুষ সদস্য, সন্তানের সুষ্ঠু বিকাশ, তাদের বেড়ে ওঠা এবং বিপথগামী হওয়া থেকে বিরত রাখার জন্য সর্বমোট আটটি পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যদি আমি ১২ ফেব্রুয়ারি এ ১০ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করার সুযোগ পায় তাহলে আটটি বিষয় নিয়ে কাজ করবে বলে অঙ্গীকার করেন। 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর নির্বাচনী আসন-৪ এর কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার সময় ওয়ার্ড ক্যাপ্টেন মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক পথসভায় তিনি এ কথা বলেন।

পরিবারের মহিলা সদস্যদের বাইরে সকলের জন্য পর্যাপ্ত সুবিধা দেওয়া হবে বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ যেখানে ঢাকা-৪ আসনের অনেক মানুষ কৃষি নির্ভর তাদের জন্য বিএনপি কৃষি কার্ডের ব্যবস্থা করবে যেখানে একজন কৃষক পর্যাপ্ত সার পরামর্শ এবং ফসল আবাদের জন্য ব্যাংক লোন গ্রহণ করতে পারবেন। যার ফলশ্রুতিতে অর্থের অভাবে কোন মানুষ সুবিধা থেকে বঞ্চিত হবে না

এছাড়াও প্রতিটি সন্তানের আনন্দঘন ও পরিবেশে বুদ্ধিভিত্তিক  শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষায় ভর্তুকি বৃদ্ধি করন ও একাধিক ভাষায় দক্ষ করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করণ এবং শারীরিক বিকাশে সহায়তার জন্য পর্যাপ্ত খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ব্যবস্থা করুন অন্তর্ভুক্ত। যেন আমাদের সন্তানরা পড়াশোনা ও খেলাধুলায় মনোনিবেশ করে এবং তাদের মধ্যে মাদক না জুড়ে বসতে পারে।

ঢাকা-৪ (শ্যামপুর কদমতলী) নির্বাচনী এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে পর্যাপ্ত ব্যবস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের এলাকায় বিগত দিনে কোন সরকারি হাসপাতাল না থাকায় আমরা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে দূরে ছিলাম পরক্ষণেই বেগম খালেদা জিয়ার একটি হাসপাতাল স্থাপন করেন। তবে এরপরে আমরা সেখানেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা পায় না কারণ সেখানে না আছে ভালো ডাক্তার না সেবা। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিএনপি স্বাস্থ্যসেবা পরিকল্পনা করেছে যেখানে প্রতিটি সিটি করপোরেশনের আওতায় থাকবে একটি সরকারি হাসপাতাল আর সেখনে থাকবে বিনামূল্যে সেবা।

তিনি আরও বলেন, আমাদের সন্তানদের পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেই কারণ বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ইন্ডাস্ট্রি ছিল সবগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং সেখান থেকে লুটেপুটে খেয়ে এলাকার অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে আমরা বিএনপির করা কর্মসংস্থান পরিকল্পনার আওতাভুক্ত করে আমাদের এলাকার সমস্ত মিল ফ্যাক্টরি গুলো পুনরায় চালু করব যেন আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং কেউ যেন হতাশাগ্রস্থ না হয়।

এছাড়াও তিনি বলেন, বিএনপি'র করা আট পরিকল্পনার মধ্যে দূষণমুক্ত পরিবেশ উন্যতম। আজ আমাদের প্রতিটি জায়গায় দূষণের মাত্রা অনেক বেশি তাই পরিবেশ সুরক্ষায় এবং অবাধ ও নিরাপদ বিচরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দূষণমুক্ত পরিবেশ ও মুক্ত জ্ঞান চর্চার জন্য উন্মুক্ত পরিবেশে পার্কের ব্যবস্থা করা হবে। 

বিএনপি কথাই নয় বরং কাজে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য সর্বপ্রথম শিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন তাই ওম খালেদা জিয়া তার শাসনামলে খাদ্যের বিনিময়ে শিক্ষা পরিকল্পনা গ্রহণ করেছিলেন পরবর্তীতে তিনি বিভিন্নভাবে শিক্ষা খাতে ত্বরান্বিত করার ধারা অব্যাহত রেখেছিলেন পাশাপাশি তিনি শ্রমজীবী মানুষের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছিলেন যেন আমাদের অর্থনীতির চাকা সচল থাকে।

আসন্ন ত্রিদেশ জাতীয় সংসদ নির্বাচনে কোন গুজবে কান না  দিয়ে সকলকে ভোট প্রদানের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দেখেছি বিগত বছরগুলিতে আওয়ামী লীগ ছাত্রলীগ গুজব রটাতো কিন্তু এখন তাদের অনুপস্থিতিতে তাদের জায়গা দখল করেছে একটি বিশেষ গোষ্ঠী আমরা দেখেছি রাজনৈতিকভাবে তাদের বিরুদ্ধে কোন সমালোচনা করা হলে তারা বাবা মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

একটি বিশেষ রাজনৈতিক দলের কথা উল্লেখ করে তিনি বলেন,  ইসলামকে পুঁজি করে একটি রাজনৈতিক দল রাজনীতি করছে এবং নিজের মতাদর্শের বাইরে গেলে অন্যকে কাফের মুনাফেক ফতোয়া দিচ্ছে তাদের কর্মকাণ্ডের নমুনা দেখুন ইসলামকে বুঝি করে রাজনীতি করে তবে শরিয়া প্রতিষ্ঠা করতে চায় না আবার এমন কথা বলে একজন ভোট দিলে ১৮ হাজার লোকের নামাজ পড়া ছোয়াব পাবেন তারা নাকি আবার জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছেন। এ সকল কথায় কান্না দেওয়ার জন্য কান্না দেওয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানান। বিএনপি'র শতকরা ৯৯ শতাংশ মুসলমান। এবং যারা সরীয়াহ অনুযায়ী জীবন পরিচালনা করে।

এলাকার জন্য নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আমরা দেখেছি পূর্বে আমাদের সমাজে মুরুব্বিদের শাসন চালু ছিল আমরা এই শাসন পুনরায় প্রতিষ্ঠা করতে চায় যেখানে সমাজের মুরুব্বী এবং অভিজ্ঞ ব্যক্তিদের যোগ্য সম্মান প্রদান করা হবে। আমরা এমন একটি জায়গায় স্থাপন করতে চাই যেখানে মুক্ত জ্ঞান চর্চা করা হবে এবং স্বাধীনভাবে সবাই সকল সমস্যা তুলে ধরতে পারবে এবং সবাই মিলে সেই সমস্যাকে সমাধান করবে। যেখানে আপনাদের সকল সমস্যা ও সমাধান তুলে ধরেছি।

এলাকায় তীব্র গ্যাস সংকট নিরসনে নিজের পদক্ষেপ জানিয়ে তিনি বলেন, আমাদের মা-বোনেদের সবথেকে বড় সমস্যা হলো গ্যাসের সমস্যা।শুধুমাত্র গ্যাসের জন্য তাদেরকে তিন জায়গায় বিল পরিশোধ করতে হয়। গ্যাস বিল, বিদ্যুৎ বিল এবং সবশেষ এলপিজি গ্যাস কিনে রান্না করতে হয়। আমি তোমাদের তিতাস গ্যাসের এমবির সাথে কথা বলেছি আয়কর যত দ্রুত সম্ভব তারা আমাদের সমস্যা সমাধান করবে।

এসময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এর সাবেক তিনবারের সংসদ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। বৃহত্তর শ্যামপুর বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা-৪ আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ইমরান আহমেদ রাসেল। ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম দীপু, সাধারণ সম্পাদক আবুল হাসেম আনিচসহ বিভিন্ন পর্যায়ের পুরুষ ও মহিলা নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে