• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় মনির খান

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৫০ পি.এম.
গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী বাচ্চুর পক্ষে গণসংযোগে অংশ নেন মনির খান-ছবি: সংগৃহীত

গাজীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। শুক্রবার দিনভর তিনি শ্রীপুর উপজেলার মাওনা, শৈলাট, গাজীপুর বাজার, ধনুয়া ও হাজী মার্কেট এলাকায় দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে গণসংযোগ করেছেন।

মনির খান নির্বাচনী মঞ্চের পাশাপাশি হাট-বাজারে সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। সন্ধ্যায় সলিং মোড় বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গত ১৭ বছর মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। এবার ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তারেক রহমান দেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছেন সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য। ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। সব ষড়যন্ত্র উপেক্ষা করে সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে জয় নিশ্চিত করুন, যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন।”

একই দিনে সলিং মোড় পাথারপাড়া আইডিয়াল স্কুল মাঠে নির্বাচনী সভায় অংশ নেন ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “এ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণের দেওয়া আমানত রক্ষা করা আমার অঙ্গীকার। নির্বাচনের মাঠে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি অঙ্গীকারবদ্ধ।”

গাজীপুর-৩ আসনটি শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলার পিরুজালী, ভাওয়ালগড় ও মির্জাপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করছেন ইজাদুর রহমান মিলন, যিনি বিএনপি থেকে বহিষ্কৃত। বহিষ্কৃত হওয়ার আগে তিনি গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ২০২৪ সালের ২৬ এপ্রিল তিনি দলীয় পদ হারান। একই বছরের ৮ মে আবার উপজেলা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন, কিন্তু দল তাকে ফেরায়নি। এবার তিনি ঘোড়া প্রতীকে সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ চালাচ্ছেন।

অপরদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের শূরা সদস্য মাওলানা এহসানুল হক। বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় জোটের সব শরিক দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মিছিল ও গণসংযোগ করেন। এ সময় জোটের নেতারা রিকশা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানান।

নির্বাচনী মাঠে ধানের শীষ, ঘোড়া ও রিকশা প্রতীকের প্রার্থীরা সমানভাবে প্রচারণা চালাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনপ্রিয় ব্যক্তিত্বদের নির্বাচনী প্রচারণায় যুক্ত হওয়া সমর্থকদের মনোযোগ আকর্ষণ করছে এবং ভোটের উত্তাপ বাড়াচ্ছে।

গাজীপুর-৩ আসনের ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি ঘরে ফিরে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। নির্বাচনী প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে