• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেদগ্রামে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি    ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পি.এম.
বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণের স্থান-ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর দপ্তরের ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মধ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়।

আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, বিস্ফোরণের ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, “এটি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তবে ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ এলাকায় সাম্প্রতিক কয়েক দিনে এমন ধরনের হামলার ধারা লক্ষ্য করা গেছে। এর আগে ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এবং ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটেছিল। এই ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হলেও নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে কম্পাউন্ডে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশেপাশের এলাকা ঘিরে রাখে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই হামলার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসকও ঘটনার তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে। স্থানীয় মানুষরা শান্তি বজায় রাখার জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
ইসি সানাউল্লাহ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়