মাহদী আমিন:
বিএনপি ক্ষমতায় এলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবেন

বিএনপি ক্ষমতায় এলে দেশের সকল নাগরিককে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র ড. মাহদী আমিন।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে মাহদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এবং বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে, তাহলে দেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। মেধাবীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এবং এই পরিকল্পনা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার অংশ।
তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন মাহদী আমিন, ফ্রিল্যান্সারদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে পেপাল সেবা আনতে ইতোমধ্যেই প্রস্তুতি চলছে।
অনুষ্ঠানে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, “বিএনপি সরকার গঠনের পর দেশের ৯৫ শতাংশ মানুষকে উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনা হবে। এছাড়া, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে ন্যাশনাল ই-ওয়ালেট চালু করা হবে।” এই সব পরিকল্পনা বিএনপির নির্বাচনী ইশতেহারে স্থান পাবে। বিএনপি সরকারের লক্ষ্য তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালী করে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধি করা।
মাহদী আমিনের মতে, দেশব্যাপী সাশ্রয়ী ও সহজলভ্য ইন্টারনেট সুবিধা তৈরি করলে শিক্ষার্থী, উদ্যোক্তা ও তরুণ প্রজন্মকে শক্তিশালী করা সম্ভব হবে। ফ্রিল্যান্সিং ও ডিজিটাল কাজের সুযোগ বৃদ্ধি করে বাংলাদেশের প্রযুক্তি খাত আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে।
বিএনপি নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতিকে কেন্দ্র করে আগামী নির্বাচনকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা







