নাহিদ ইসলাম:
১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই-হাদি হত্যার বিচার হবে

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন হলে জুলাই গণহত্যা ও শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “কোনো আধিপত্যবাদী শক্তি যদি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে। দেশের ক্ষমতা নির্ধারণ করবে জনগণ, কোনো বিদেশী প্রভাব নয়।”
তিনি পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপের প্রাসঙ্গিকতাও তুলে ধরে বলেন, বাংলাদেশের জনগণই ভবিষ্যতের সরকার নির্বাচনে সিদ্ধান্ত নেবে।
অন্যদিকে, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “এক দল প্রকাশ্যে হ্যাঁ ভোটের কথা বলছে, কিন্তু গোপনে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। জনগণ এমন দ্বিমুখী আচরণ মেনে নেবে না।” তিনি নিশ্চিত করেন, ১১ দলীয় ঐক্যের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
মাওলানা মামুনুল হক আরও বলেন, বাংলাদেশের মানুষ ২৪ ঐতিহাসিক বিপ্লবের পর পুরোনো রাজনীতি বা পরিবারতন্ত্রের দিকে ফিরতে চায় না। তিনি আশা প্রকাশ করেন, ভোটের মাধ্যমে দেশের উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত হবে।
১১ দলীয় জোটের নেতারা নির্বাচনের আগে জনগণকে রাজনৈতিক সচেতনতা ও ঐক্যের বার্তা দিতে বিভিন্ন এলাকায় সমাবেশ পরিচালনা করছেন। এ সময় তারা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং স্বচ্ছ করার গুরুত্বও জানান।
ভিওডি বাংলা/জা







