• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজহারীর ‘এক নজরে কুরআন’ পড়ে আবেগাপ্লুত বর্ষা

বিনোদন ডেস্ক    ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ এ.এম.
আফিয়া নুসরাত বর্ষা, ড. মিজানুর রহমান আজহারী-ছবি-ভিওডি বাংলা

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা শোবিজের ব্যস্ততা থেকে অনেকটাই সরে এসে বর্তমানে পারিবারিক ও ধর্মীয় জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়টি বরাবরই গুরুত্ব পেয়েছে তার জীবনে। নিয়মিত ইবাদত, ধর্মীয় বই পড়া এবং ইসলামী জীবনাচরণে আগ্রহী এই অভিনেত্রী সম্প্রতি জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত বছর পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় যান বর্ষা। সেখান থেকে ফিরে এসে তিনি নিজের ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নেন। ঘোষণা দেন, আর নতুন কোনো সিনেমায় কাজ করবেন না। বর্ষার ভাষ্য ছিল, সন্তানরা বড় হচ্ছে-তাদের ভবিষ্যৎ ও লালন-পালনের জন্যই এই সিদ্ধান্ত। বলা যায়, নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে কোনো নতুন চলচ্চিত্রে তাকে দেখা যাচ্ছে না। তবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ফটোসেশন কিংবা বিশেষ ইভেন্টে মাঝে মাঝে উপস্থিত থাকতে দেখা যায় তাকে।

অবসর সময়কে কাজে লাগিয়ে বর্ষা নিয়মিত বই পড়েন। বিশেষ করে ধর্মীয় বই পড়ার প্রতি তার আলাদা আগ্রহ রয়েছে। সেই আগ্রহ থেকেই তিনি সম্প্রতি ড. মিজানুর রহমান আজহারীর লেখা জনপ্রিয় গ্রন্থ ‘এক নজরে কুরআন’ সংগ্রহ করেন। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বইটির কয়েকটি ছবি শেয়ার করেন বর্ষা।

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে হচ্ছিল ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার। তিনটি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বোনদের জন্য দুটি।”

তিনি আরও লেখেন, “জীবনে তেমন কিছুই জানি না। তবে এই ‘এক নজরে কুরআন’ পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাতে চাই আপনাকে ড. মিজানুর রহমান আজহারী, এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুন, আমিন।”

বর্ষার এই পোস্টে ভক্ত-অনুরাগীদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই তার সিদ্ধান্ত ও ধর্মীয় চর্চার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল। পরের বছর, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান-আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।

চলচ্চিত্র থেকে দূরে থাকলেও বর্ষা যে নিজের জীবনের নতুন অধ্যায়কে মনোযোগ ও আত্মিক প্রশান্তির সঙ্গে উপভোগ করছেন, তা তার সাম্প্রতিক কর্মকাণ্ডেই স্পষ্ট।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি
লবণ ছাড়া পান্তা খেয়েছিলেন দৈনন্দিন নাস্তা হিসেবে
ডা. এজাজুল ইসলাম শৈশবের গল্প: লবণ ছাড়া পান্তা খেয়েছিলেন দৈনন্দিন নাস্তা হিসেবে