• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসি সানাউল্লাহ

নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়

বরগুনা প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পি.এম.
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, “নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও যেন নড়চড় না হয়। যা করবেন, স্বচ্ছভাবেই করবেন।”

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনসহ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সবার কাছে সব প্রার্থী সমান। এটি শুধু বক্তব্যে নয়, কাজের মাধ্যমেও প্রতিফলিত হতে হবে। তিনি জানান, নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে কোনো পক্ষপাতদুষ্ট নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। তবে কেউ ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টাল ভোট প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, লাইভ ভেরিফিকেশন ছাড়া কোনো ভোট গ্রহণযোগ্য হবে না। ভোটার নিজেই ভোট দিয়েছেন—এটি নিশ্চিত করতেই এই ব্যবস্থা। তিনি আরও জানান, কিউআর কোড স্ক্যান না করা হলে সংশ্লিষ্ট ভোট বাতিল বলে গণ্য হবে।

তিনি বলেন, নির্বাচনের ফল নির্ধারণ করবেন ভোটাররাই—অন্য কেউ নয়। পাশাপাশি বিভ্রান্তিকর ভিডিও ও অপপ্রচার বিষয়ে কমিশন সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তাসলিমা আক্তার। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
খাগড়াছড়িতে সংসদ প্রার্থীদের মুখোমুখি করল নাগরিক সংলাপ
খাগড়াছড়িতে সংসদ প্রার্থীদের মুখোমুখি করল নাগরিক সংলাপ
স্বস্তি ফিরছে ফালডাঙ্গী–দস্তপুরবাসীর মাঝে
নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ স্বস্তি ফিরছে ফালডাঙ্গী–দস্তপুরবাসীর মাঝে