গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
শুক্রবার (৩০ জানুয়াির) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেন। পথসভা শেষে তিনি মজলিশপুর, বড় বাকাইল, আনন্দপুর গুদারাঘাট, আমিরপাড়া, মৈন্দ ও মৈন্দপূর্ব দারমাসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় ইঞ্জি. শ্যামল বলেন, আমরা আওয়ামী লীগের সময়কার ভোট ছাপানো নির্বাচন চাই না। কেউ এমন অপরাধে জড়ালে তাকে দল থেকে বহিষ্কার করা হবে, প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন এবং যাকে খুশি তাকে ভোট দেবেন। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, একটি দল ধর্মকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করছে এবং ভোট দিলে বেহেশতে যাওয়ার প্রচারণা চালাচ্ছে, যা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত হলে মজলিশপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণসহ সড়ক সংস্কারের কাজ করবেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশ ও জনগণের জন্য অবদানের কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং কার্ডধারীদের জন্য আড়াই হাজার টাকার মূল্যের সহায়তা প্রদান করা হবে।
গণসংযোগকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক আলী আজম, আলহাজ্ব এ.বি.এম মমিন, আনিসুল হক মঞ্জু, মইনুল হোসেন চপল, আলহাজ্ব মিজানুর রহমান, ভিপি শামিম, শামিম মোল্লা, ইয়াছিন মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ আ







