• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ১০:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. হারুন-অর-রশিদের পক্ষে পাংশায় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলার মাছপাড়া ইউনিয়নের বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসে জড়ো হতে থাকে। পরে মাছপাড়া বাজার এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত সকলকে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে মাছপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সৈকত মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ, এস,এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরীফ-উল ইসলাম মিষ্টি, পাংশা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম টিপু মিয়া, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জমির উদ্দিন আহমেদ প্রমুখ।

মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী হারুন-অর-রশিদকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে জানিয়েছেন।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
খাগড়াছড়িতে সংসদ প্রার্থীদের মুখোমুখি করল নাগরিক সংলাপ
খাগড়াছড়িতে সংসদ প্রার্থীদের মুখোমুখি করল নাগরিক সংলাপ
স্বস্তি ফিরছে ফালডাঙ্গী–দস্তপুরবাসীর মাঝে
নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ স্বস্তি ফিরছে ফালডাঙ্গী–দস্তপুরবাসীর মাঝে