• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে নির্বাচন ছাড়ার হুঁশিয়ারি

নোয়াখালী প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পি.এম.
আবদুল হান্নান মাসউদ। সংগৃহীত ছবি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে তিনি নির্বাচনের মাঠ ছেড়ে দেবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হান্নান মাসউদ অভিযোগ করেন, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠান চলাকালে তার ৮-১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘হাতিয়ায় সরকারি তালিকাভুক্ত অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা নির্বাচনে থাকব কি-না, তা পুনরায় ভাবতে বাধ্য হবো। প্রশাসনকে বারবার জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ 

এর আগে ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টাধাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তার কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়।

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতীক পাল জানান, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
ইসি সানাউল্লাহ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত