• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫২.৮০ শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দেবেন: জরিপ

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পি.এম.
সংগৃহীত ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫২.৮০ শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দেবেন। অন্যদিকে জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় ৩১ শতাংশ। ইনোভিশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপে শুক্রবার (৩০ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করা হয়েছে।

জরিপে দেখা গেছে, তারেক রহমানকে সরকার প্রধান হিসেবে সমর্থন করছেন ৪৭.৬ শতাংশ ভোটার, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ২২.৫ শতাংশ এবং নাহিদ ইসলামকে ২.৭ শতাংশ। ২২.২ শতাংশ মানুষ কোনো মতামত জানাননি। নারীদের মধ্যে অংশগ্রহণ তুলনামূলক কম; ৬৯.৭ শতাংশ নারী তাদের মতামত দেননি।

জরিপে ভোটারদের মধ্যে ১ শতাংশ ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন, এবং ১৩.২০ শতাংশ ভোটার ভোট নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাননি। জরিপে অংশ নেওয়া ৫,১৪৭ জনের তথ্যের ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরা যাবে না।

ভিওডি বাংলা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুমের ঘটনার পূর্ণ তদন্ত ও পরিবারগুলোর দায়িত্ব নেওয়ার অঙ্গীকার ইশরাকের
গুমের ঘটনার পূর্ণ তদন্ত ও পরিবারগুলোর দায়িত্ব নেওয়ার অঙ্গীকার ইশরাকের
ব্যবসা-বান্ধব পরিবেশ ও নারীর ক্ষমতায়নে অগ্রাধিকার দেওয়া হবে
ইশরাক হোসেন ব্যবসা-বান্ধব পরিবেশ ও নারীর ক্ষমতায়নে অগ্রাধিকার দেওয়া হবে
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ
হাবিবুর রশিদ গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ