• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এক কার্ডেই সব সুযোগ-সুবিধা নিয়ে আসব: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পি.এম.
নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ক্ষমতায় এলে একটি কার্ডের মধ্যে সব সুযোগ-সুবিধা নিয়ে আসা হবে। এখন কার্ডের রাজনীতি চলছে, আমরা বলছি, একটাই কার্ডই প্রয়োজন; সেটা হবে এনআইডি বা নাগরিক কার্ড।’

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এনসিপির নির্বাচনি ইশতেহার ঘোষণার পর তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জোট ক্ষমতায় এলে অংশীদারির ভিত্তিতে শিক্ষার সংস্কার, স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নসহ ইশতেহারের বাস্তবায়ন করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, ইশতেহার বাস্তবসম্মত প্রণয়ন করা হয়েছে, বড় বড় কথা নয়।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের শীর্ষ নেতারা।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের প্রচারণায় ‘বনকাগজ’, লিফলেট থেকে জন্ম নেবে গাছ
ভোটের প্রচারণায় ‘বনকাগজ’, লিফলেট থেকে জন্ম নেবে গাছ
চৌদ্দগ্রামে জামায়াতের আমিরের নির্বাচনি জনসভা আজ
চৌদ্দগ্রামে জামায়াতের আমিরের নির্বাচনি জনসভা আজ
তারেক রহমান আজ টাঙ্গাইল-সিরাজগঞ্জে যাচ্ছেন
তারেক রহমান আজ টাঙ্গাইল-সিরাজগঞ্জে যাচ্ছেন