• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডা. শফিকুর রহমান

যুবকদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই

লক্ষ্মীপুর প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ যদি তাদের পবিত্র ও মূল্যবান ভোট দিয়ে এই জোট ও ঐক্যকে নির্বাচিত করে, আমরা আমাদের কথা রাখব। প্রথমত, আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না। পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না। আমরা পেছনের দিকে দৌড়াব না; আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি লক্ষ্মীপুর-১ আসনে শাপলা কলির প্রার্থী মাহবুব আলম, লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী রেজাউল করিম এবং লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী হাফিজ উল্যাহর হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক তুলে দেন।

ডা. শফিকুর রহমান বলেন, যুবকদের হাতে আমরা বেকার ভাতা তুলে দেব না। তোমরা বেকার ভাতার দাবি করোনি, আর আমরা বেকার ভাতা দিয়ে তোমাদের অপমান করতে চাই না। আমরা তোমাদের হাতকে দক্ষ কারিগরের হাতে রূপান্তরিত করব। প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেব। সেই দিন প্রতিটি যুবক গর্ব করে বলবে—আমিই বাংলাদেশ।

তিনি বলেন, আমাদের ১১ দলীয় নির্বাচনী ঐক্যে ৬২ শতাংশ প্রার্থীই তরুণ। এর মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—আগামীর বাংলাদেশ হবে যুবকদের বাংলাদেশ, এবং নেতৃত্বও থাকবে তাদের হাতেই।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে সেই মায়েদের গায়েই হাত তোলা হচ্ছে। সকালের সূর্য দেখলেই যেমন বোঝা যায় দিন কেমন যাবে, তেমনি ভোটের আগের আচরণ দেখেই বোঝা যায় ক্ষমতায় গেলে কী হবে। অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের ওপর হামলার ঘটনা জাতি ক্ষমা করেনি; আজও যারা এমন কাজ করছে, তারা নিজেদের কবর নিজেরাই রচনা করছে।

তিনি আরও বলেন, দেশবাসী গত ৫৪ বছরে পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত দেখেছে। সেই বন্দোবস্ত থেকে ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে, দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে। চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ হয়েছে এবং জনগণের কেনা অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি চালানো হয়েছে। এমন রাজনীতি আর ফিরে আসুক—আমরা তা চাই না।

জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি আতিকুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাহেদী, জাকসুর জিএস মাজহারুল ইসলাম এবং চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
খাগড়াছড়িতে সংসদ প্রার্থীদের মুখোমুখি করল নাগরিক সংলাপ
খাগড়াছড়িতে সংসদ প্রার্থীদের মুখোমুখি করল নাগরিক সংলাপ