• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসনাত আব্দুল্লাহ

দায়িত্ব দিলে চাঁদাবাজ-মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব

কুমিল্লা প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ পি.এম.
কুমিল্লার দেবীদ্বারে এক নির্বাচনী সমাবেশে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট দুই ধরনের হয়—একটি চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের সঙ্গে আপস করে, আরেকটি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। আমি ভোটের জন্য খেটে খাওয়া জনতার কাছেই এসেছি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা এলাকায় এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ঋণখেলাপিদের ঘুম হারাম করে দেব। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও তাদের সঙ্গে জড়িত সবাইকে শেষবারের মতো সতর্ক করছি—ভুল থেকে ফিরে আসুন। কর্মসংস্থানের প্রয়োজন হলে আমাদের জানান, বৈধ উপায়ে জীবিকা নির্বাহের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, কেউ যদি মনে করে এখানে মাদক ব্যবসা বা সিন্ডিকেট চালাবে, তাহলে তাদের পরিণতি ভালো হবে না। মাদক, চাঁদাবাজি ও জনগণ একসঙ্গে চলতে পারে না। রাজনীতিতে মাদক ও চাঁদাবাজদের সঙ্গে আপসের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

হাসনাত আরও বলেন, দেবীদ্বারের অনেক প্রভাবশালী নেতা এতদিন মাদক সম্রাটদের কাছ থেকে চাঁদা নিয়ে রাজনীতি করেছে। এখন তারা পালানোর পথ খুঁজছে। ইনশাআল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই তাদের অধ্যায়ের অবসান ঘটবে।

তিনি বলেন, আমার সঙ্গে ছবি থাকলেই কেউ আমার লোক হয়ে যায় না। এমনকি আমার বাবা যদি অবৈধ সুবিধা চাইতেও আসেন, তাকেও কোনো ছাড় দেওয়া হবে না। ছবি দেখিয়ে সম্পর্ক প্রমাণ করা যাবে না।

নির্বাচনী রাজনীতির সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে নেতারা নির্বাচনের আগে সামান্য সহায়তা দিয়ে পাঁচ বছর জনগণের কাছে যেত না। এবার উল্টো হবে—প্রথম ১৫ দিন জনগণ আমাকে সাহায্য করবে, আর পরের পাঁচ বছর আমি জনগণের পাশে থাকব।

সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবীদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, দেবীদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম সরকারসহ স্থানীয় জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
খাগড়াছড়িতে সংসদ প্রার্থীদের মুখোমুখি করল নাগরিক সংলাপ
খাগড়াছড়িতে সংসদ প্রার্থীদের মুখোমুখি করল নাগরিক সংলাপ