অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান:
ধর্মকে ভোটের হাতিয়ার বানানো ন্যায়সঙ্গত নয়

ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামে এক নির্বাচনী পথসভায় বলেছেন, নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার করে ভোট আদায় করা কখনোই গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দলের নারী কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে ‘তালিম’ দেওয়ার নাম করে ভোট চাইছেন এবং ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে-এ ধরনের বক্তব্য দিচ্ছেন। সাবেক এই অ্যাটর্নি জেনারেল বলেন, এসব বক্তব্য শিরকপূর্ণ ও বিভ্রান্তিকর, পাশাপাশি এটি নির্বাচনী আইন ও আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
আসাদুজ্জামান বলেন, “ধর্মীয় প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করা কোনোভাবেই সম্ভব নয়। জনগণ এসব কৌশল বুঝতে সক্ষম। নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠু ও সুন্দর সম্পন্ন হওয়ার প্রত্যাশা রাখছি।” তিনি আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ দেশের মানুষ সক্রিয়ভাবে নির্বাচনের অংশগ্রহণ করবে।
এর আগে প্রার্থী তিনি শৈলকুপার মীনগ্রাম, আবাইপুরসহ বিভিন্ন গ্রামে পথসভা করেন। এসব সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান আরও জানান, নির্বাচনের ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা এখন আর নেই। সব ধরনের শঙ্কা কেটে গেছে এবং দেশের মানুষ ইতোমধ্যেই নির্বাচনের আমেজ অনুভব করছে। জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের সময় ধর্মীয় প্রতিশ্রুতি দিয়ে প্রভাবিত না হয়ে বাস্তব অভিজ্ঞতা ও ন্যায্য বিচার বিবেচনা করে ভোট দিতে হবে।
এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণরত নেতা-কর্মীরা বিভিন্ন গ্রামে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও তাদের সমস্যা ও দাবি শোনার পাশাপাশি ভোটদানের গুরুত্ব বোঝানোর কাজ করছেন।
ভিওডি বাংলা/জা







