• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান:

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি প্রমাণ করুন

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ পি.এম.
জনতার উদ্দেশে পথসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বগুড়ার জনসাধারণকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া বরাবরই বিএনপির ঘাঁটি। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে পুনরায় প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।

শুক্রবার (৩০ জানুয়ারি) শিবগঞ্জ (বগুড়া-২) আসনের মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি আরও বলেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। তিনি আশ্বাস দেন, “প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।”

এসময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন এবং স্থানীয় উন্নয়ন ও নির্বাচনি পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।

গতকাল বৃহস্পতিবার তারেক রহমান রাজশাহী ও নওগাঁয় জনসভা শেষ করে বগুড়ায় পৌঁছান। শুক্রবারের জনসভা শেষে তিনি রাতের বেলা বগুড়ায় অবস্থান করবেন এবং শনিবার সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় অংশ নেবেন।

তারেক রহমানের এই বক্তব্যে দলীয় সমর্থকদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বগুড়ায় বিএনপির ঐতিহ্য ও প্রভাব এখনও দৃঢ়, যা দলের নির্বাচনি প্রচারণায় শক্তি জোগাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুমের ঘটনার পূর্ণ তদন্ত ও পরিবারগুলোর দায়িত্ব নেওয়ার অঙ্গীকার ইশরাকের
গুমের ঘটনার পূর্ণ তদন্ত ও পরিবারগুলোর দায়িত্ব নেওয়ার অঙ্গীকার ইশরাকের
ব্যবসা-বান্ধব পরিবেশ ও নারীর ক্ষমতায়নে অগ্রাধিকার দেওয়া হবে
ইশরাক হোসেন ব্যবসা-বান্ধব পরিবেশ ও নারীর ক্ষমতায়নে অগ্রাধিকার দেওয়া হবে
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ
হাবিবুর রশিদ গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ