• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিলেট-৩ আসন:

এম এ মালিকের সমর্থনে এম এ সালাম

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ পি.এম.
ফেঞ্চুগঞ্জে আয়োজিত উঠান বৈঠকে মালিকের পক্ষে বক্তব্য রাখছেন ব্যারিস্টার সালাম-ছবি-ভিওডি বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার হয়েছে। বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের সমর্থনে প্রকাশ্যে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৯০ মেগাওয়াট জেটি ঘাট এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে ব্যারিস্টার এম এ সালাম এ ঘোষণা দেন। দীর্ঘদিন পর নির্বাচনী প্রচারে তার সরব উপস্থিতিকে সিলেট-৩ আসনে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

উঠান বৈঠকে বক্তৃতাকালে ব্যারিস্টার এম এ সালাম বলেন, “দল ও আন্দোলনের স্বার্থে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছি। সিলেট-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ঐক্য ও সংগঠনের শক্তিতেই বিএনপি জনগণের ভোটে বিজয়ী হবে।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি জানান, নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও ফ্যামিলি ট্রেনিং প্রোগ্রাম চালু করা হবে। এই কার্ডের আওতায় প্রতিটি পরিবারকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে, যা টানা পাঁচ বছর অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সার, বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি সহজে পাওয়া যাবে। কোনো ধরনের তদবির বা সুপারিশ ছাড়াই কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন।

চা শ্রমিকদের কল্যাণের কথা উল্লেখ করে এম এ মালিক বলেন, “চা শ্রমিকদের জন্য আলাদা কার্ড চালু করা হবে, যাতে তারা রাষ্ট্রীয় সুবিধা সহজে পায়।” পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড প্রবর্তনের ঘোষণাও দেন তিনি।

মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়ে এম এ মালিক বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় বিএনপি কঠোর অবস্থান নেবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।

উল্লেখ্য, ব্যারিস্টার এম এ সালাম নিজেও সিলেট-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি মোহাম্মদ আব্দুল মালিকের পক্ষে অবস্থান নেন। এর আগে মনোনয়নপত্র জমাদানের দিন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে সকল মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমের নিকট এম এ মালিকের মনোনয়নপত্র জমা দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের প্রচারণায় ‘বনকাগজ’, লিফলেট থেকে জন্ম নেবে গাছ
ভোটের প্রচারণায় ‘বনকাগজ’, লিফলেট থেকে জন্ম নেবে গাছ
চৌদ্দগ্রামে জামায়াতের আমিরের নির্বাচনি জনসভা আজ
চৌদ্দগ্রামে জামায়াতের আমিরের নির্বাচনি জনসভা আজ
তারেক রহমান আজ টাঙ্গাইল-সিরাজগঞ্জে যাচ্ছেন
তারেক রহমান আজ টাঙ্গাইল-সিরাজগঞ্জে যাচ্ছেন