• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমির হামজার মায়ের ওপর লাঞ্ছনার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ১০:২৪ এ.এম.
জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা-ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, ভোট প্রচারণার সময় তাঁর মা ও নারী কর্মীরা অপমান ও লাঞ্ছনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

মুফতি আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিযোগ করে বলেন, নারী ভোটারদের সঙ্গে দেখা করে নির্বাচনী প্রচারণা চালানোর সময় যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁদের পথরোধ করে। এ সময় তাঁদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও প্রচারপত্র (লিফলেট) ছিনিয়ে নেওয়া হয়। তাঁর মায়ের সঙ্গে থাকা নারী কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এই ঘটনার প্রতিক্রিয়ায় মুফতি আমির হামজা বলেন, “নারীদের ওপর এ ধরনের আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান এবং নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না।” তিনি আরও বলেন, ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার এবং সেই অধিকার কেড়ে নেওয়ার যেকোনো প্রচেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল ও সংযত আচরণ করার আহ্বান জানান জামায়াত প্রার্থী।

বিরোধী পক্ষকে সতর্ক করে মুফতি আমির হামজা বলেন, “পালিত সন্ত্রাসীদের সংযত করার জন্য অনুরোধ জানাচ্ছি।” মায়েদের প্রতি হাত বাড়ানো বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিহাস সাক্ষী-যারা মায়ের সম্মান ক্ষুণ্ণ করেছে, তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে।

ঘটনাটি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
ইসি সানাউল্লাহ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত