• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান:

ষড়যন্ত্রকারী এক পক্ষ পালিয়েছে, আরেক পক্ষ চক্রান্ত করছে

নওগাঁ প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ১০:১৮ এ.এম.
নওগাঁয় জনসভায় বক্তব্য দেন তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি পক্ষ নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোট চুরি করা একটি পক্ষ ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে, আরেকটি পক্ষ এখনো নির্বাচন নিয়ে চক্রান্ত করছে। এই দুই পক্ষ গত ১৫ বছর ধরে তলে তলে একসঙ্গে কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, “একটা পক্ষ ভোট চুরি করে দেশ ছেড়ে পালিয়েছে। আরেকটা পক্ষ এখনো ষড়যন্ত্র করছে। বাস্তবতা হলো-এই দুই পক্ষ গত ১৫ বছর ধরে ভেতরে ভেতরে একসঙ্গেই ছিল। তারা কখনো আন্দোলন-সংগ্রামে ছিল না। জনগণের পাশে ছিল না।”

নির্বাচন ঘিরে নতুন করে চক্রান্তের আশঙ্কা প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “এরা এখন সুযোগ খুঁজছে কীভাবে আবার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়। একটাতো পালাইছে, আরেকটা ষড়যন্ত্র করছে।” এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, সে সময় ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও বাস্তবে লাইন নড়েনি, অথচ ভেতরে ভেতরে সিল মারা হয়েছিল। “এই ধরনের ষড়যন্ত্র আবারও হতে পারে। এটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না,”-বলেন তিনি।

তিনি বলেন, “ভোর থেকেই ভোটকেন্দ্রে থাকতে হবে। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে। ভোট শেষ হওয়ার পরও কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ ব্যালট বাক্স ভরাট করতে না পারে।” গণতন্ত্র রক্ষায় জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

এ সময় নওগাঁর উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। তিনি বলেন, নওগাঁ বাংলাদেশের অন্যতম প্রধান ধান উৎপাদনকারী জেলা। কৃষকদের সহায়তার জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সহজ শর্তে কৃষিঋণ পাওয়া যাবে।

ধানের পাশাপাশি নওগাঁ অঞ্চলে প্রচুর আম উৎপাদিত হয় উল্লেখ করে তিনি বলেন, পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। বিএনপি ক্ষমতায় এলে প্রয়োজনীয় সংখ্যক হিমাগার স্থাপন করা হবে।

এছাড়া নওগাঁসহ উত্তরাঞ্চলের কৃষিপণ্য দ্রুত রাজধানীতে পৌঁছে দিতে রেললাইন স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। “এই রেল যোগাযোগ শুধু ফসল পরিবহনের জন্য নয়, মানুষের যাতায়াতও সহজ করবে,”-বলেন তারেক রহমান।

গণতন্ত্রের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বহু মানুষ প্রাণ দিয়েছেন। অনেকে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। ভোটাধিকারের জন্য তাদের এই ত্যাগ যেন বৃথা না যায়।”

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন উল্লেখ করে তিনি বলেন, “এই দিন সবাইকে গণতন্ত্রের পক্ষে ভোট দিতে হবে। জনগণের ভোটেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
ইসি সানাউল্লাহ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত