• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় দিনব্যাপী ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৯ জানুয়ারী ২০২৬, ১০:২৫ পি.এম.
পাংশায় দিনব্যাপী ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পাংশায় দিনব্যাপী ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মোট ৮১ জন প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. সহিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার পৃথ্বীজ কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন এবং পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি।

পাংশায় দিনব্যাপী ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ।

অন্যদিকে একই দিনে পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পৃথক আরেকটি প্রশিক্ষণ কর্মসূচিতে ৪৯৪ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় প্রশিক্ষণে নির্বাচন পরিচালনা, ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দায়িত্ব পালনে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
ইসি সানাউল্লাহ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত