• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জি এম কাদের

‘হ্যাঁ’ ভোট সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘায়নের চেষ্টা

রংপুর প্রতিনিধি    ২৯ জানুয়ারী ২০২৬, ১০:০১ পি.এম.
সংগৃহীত ছবি

রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া মূলত একটি উছিলা। তাঁর দাবি, ‘গণভোটের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোট নিয়ে ক্ষমতায় থাকার পরিকল্পনাই এর মূল উদ্দেশ্য। এনসিপি ও জামায়াতও তাদের সঙ্গে থাকবে।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে রংপুরে এসে নগরীর সেনপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। রংপুর-৩ আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতেই নিজ এলাকায় আসেন জাপা চেয়ারম্যান। 

জি এম কাদের বলেন, এই সরকারের কাছে জনগণের কোনো জবাবদিহি নেই। তিনি অভিযোগ করেন, ‘নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে এবং জনপ্রতিনিধিরা যে সরকার গঠন করবে, তাদের হাতে প্রকৃত ক্ষমতা না দিয়ে সবকিছু নিয়ন্ত্রণে রাখার ষড়যন্ত্র চলছে।’

অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘বর্তমান সরকার, এনসিপি ও জামায়াত মিলে কার্যত একটি সরকারি দলে পরিণত হয়েছে। ফলে এই নির্বাচনে জাতীয় পার্টি এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‌‘সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি গঠিত হয়েছে এবং জামায়াতও বিভিন্নভাবে তাদের সঙ্গে যুক্ত। তাই তাদের অধীনে নির্বাচন কখনও সুষ্ঠু হতে পারে না। বড় একটি দল বাদ পড়ার পরও প্রতিদিন সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটছে। কাজেই এই নির্বাচন ভালো হবে—এমন কোনো সম্ভাবনা নেই।’

মতবিনিময় সভায় জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, শুক্রবার থেকে জি এম কাদের নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ শুরু করবেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের