• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জরিমানা আদায়

কেন্দুয়ায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে টানা টহল ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

গত ২৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন ধরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নেত্রকোণার কেন্দুয়া এসিল্যান্ড ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে পাঁচ দিনের ধারাবাহিক অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত মাসকা বাজার, সান্দিকোনা বাজার, রেন্ট্রিতলা, রামপুর বাজার, দলপা ও গড়াডোবা বাজারসহ বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম আহমদ।

রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মাসকা, সান্দিকোনা, রেন্ট্রিতলা ও রামপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে ১ জন এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ ভঙ্গের দায়ে ২ জনসহ মোট ৩টি মামলায় ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত রোয়াইলবাড়ি, মাসকা ও সান্দিকোনা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ১টি মামলায় ১ জনকে দোষী সাব্যস্ত করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রামপুর, বেখৈয়াটি, চিরাং ও মোজাফরপুর এলাকায় আচরণবিধি পর্যবেক্ষণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ১টি মামলায় ১ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত রেন্ট্রিতলা, মাসকা ও রামপুর বাজার এলাকায় আচরণবিধি পর্যবেক্ষণ করা হয়। এ দিনের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী। 

অভিযানের পাশাপাশি সাধারণ জনগণ ও সংশ্লিষ্টদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের টহল ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ মো: হুমায়ুন কবির/ আ 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা