প্রেস সচিব
নির্বাচন পরিস্থিতি সন্তোষজনক, সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে। যদিও একটি-দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলো অস্বীকার করার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, ২২ জানুয়ারি থেকে নির্বাচন প্রচারণা শুরু হয়েছে এবং এ পর্যন্ত প্রায় আট দিন অতিবাহিত হয়েছে। এ সময়ে পুলিশের হিসাবে চারজনের মৃত্যু হয়েছে। নির্বাচন শিডিউল ঘোষণার পর মোট চারজন নিহত হলেও এখনো নির্বাচন হতে প্রায় দুই সপ্তাহ বাকি রয়েছে। বর্তমান পরিস্থিতিকে অতীতের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে সহিংসতায় ১১৫ জন নিহত হয়েছিল। সে তুলনায় এবার রাজনৈতিক দলগুলো অনেক বেশি সহিষ্ণু আচরণ করছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো আইন ও আচরণবিধি মেনে ভালোভাবে প্রচারণা চালাচ্ছে। পোস্টার ব্যবহার খুবই সীমিত দেখা যাচ্ছে এবং আচরণবিধি যথাযথভাবে মানা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নত হবে। পাশাপাশি ধীরে ধীরে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন শুরু হলে পরিস্থিতি আরও ভালো হবে বলে জানান তিনি।
শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনা সম্পর্কে জানতে চাইলে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সরকার ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে এবং পুলিশ প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে।
তিনি জানান, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহত ব্যক্তির মরদেহ বৃহস্পতিবার বিকেলে এলাকায় পৌঁছানোর পর জানাজা শেষে রাত আটটার দিকে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দাফনের পর পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করবে—তারা মামলা করতে আগ্রহী কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। পরিবার মামলা করতে চাইলে তাদের এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হবে, অন্যথায় পুলিশ নিজ দায়িত্বে মামলা দায়ের করবে।
উপ-প্রেস সচিব আরও বলেন, ঘটনার ভিডিও ফুটেজ, তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে প্রকৃত দায়ীদের চিহ্নিত করতে পুলিশ নিবিড় তদন্ত চালাচ্ছে। নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় এবং প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পায়—সেই লক্ষ্যেই পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে।
ভিওডি বাংলা/ এনআর/ আরিফ







