• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন উপলক্ষে

নবাবগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলার ভোট কেন্দ্র পরিদর্শন শুরু করেছেন, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে তিনি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন।

ভোট কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী মোঃ হোসেন আলী ও উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ শিশির ও উপজেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ভোট কেন্দ্রগুলো ধারাবাহিকভাবে পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনকালে কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, উপকরণ সংরক্ষণ কক্ষ এবং প্রবেশপথের সুবিধাসমূহ পর্যবেক্ষণ করছি। 

পরিদর্শনের উদ্দেশ্য উল্লেখ করে তিনি জানান, সামনে নির্বাচন। যাতে করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়। একই সঙ্গে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এসব বিষয়ে কেন্দ্রভিত্তিক সব ধরনের ব্যবস্থা পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
জাহান্দার আলী মিয়া বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য