• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যে পিল খেলে বায়ুত্যাগেও ছড়ায় গোলাপ ও চকলেটের সুবাস

লাইফস্টাইল    ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পি.এম.
ফরাসি বিজ্ঞানী ক্রিশ্চিয়ান পঁয়েশ্যেভালের উদ্ভাবিত পিল, যা বায়ুত্যাগে দুর্গন্ধ দূর করে সুগন্ধে রূপান্তর করে-ছবি: সংগৃহীত

পৃথিবীজুড়ে প্রতিদিনই নতুন নতুন আবিষ্কারের খবর সামনে আসে। প্রযুক্তি, চিকিৎসা কিংবা বিজ্ঞানের নানা শাখায় গবেষণার মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ করার চেষ্টা চলছে নিরন্তর। তবে কিছু আবিষ্কার আছে, যা শুনলে প্রথমে বিস্ময়, পরে কৌতূহল জাগে। ঠিক তেমনই এক অভিনব ও ব্যতিক্রমী আবিষ্কার করেছেন ফ্রান্সের এক বিজ্ঞানী, যা শুনে অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেন না।

ফ্রান্সের ঝেভা গ্রামের বাসিন্দা ৬৬ বছর বয়সী বিজ্ঞানী ক্রিশ্চিয়ান পঁয়েশ্যেভাল এমন একটি পিল আবিষ্কার করেছেন, যা খাওয়ার পর বায়ুত্যাগ করলে দুর্গন্ধের বদলে বের হয় গোলাপ, ভায়োলেট কিংবা চকলেটের সুবাস। এই অদ্ভুত কিন্তু কার্যকর আবিষ্কার ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, পঁয়েশ্যেভালের এই উদ্ভাবনের পেছনে রয়েছে এক মজার ও বিব্রতকর ব্যক্তিগত অভিজ্ঞতা। বিজ্ঞানী হিসেবে নয়, বরং সাধারণ একজন মানুষের দৈনন্দিন অস্বস্তি থেকেই তার এই গবেষণার সূত্রপাত।

অপ্রীতিকর অভিজ্ঞতা থেকেই গবেষণার শুরু

২০০৬ সালে বন্ধুদের সঙ্গে একটি নৈশভোজে অংশ নেন পঁয়েশ্যেভাল। ভরপেট খাওয়ার পর শুরু হয় সমস্যা। তিনি জানান, সেই রাতে তার বায়ুত্যাগ এতটাই দুর্গন্ধযুক্ত ছিল যে নিজেই অস্বস্তিতে পড়ে যান। পাশে বসা বন্ধুরাও বিরক্ত ও বিমর্ষ হয়ে পড়েন। সামাজিক পরিবেশে এমন লজ্জাজনক পরিস্থিতি তাকে ভীষণভাবে নাড়া দেয়।

এই অভিজ্ঞতার পরই তিনি সিদ্ধান্ত নেন, বিষয়টিকে হালকাভাবে না নিয়ে বৈজ্ঞানিকভাবে সমাধানের চেষ্টা করবেন। সেই সিদ্ধান্ত থেকেই শুরু হয় দীর্ঘ গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা।

দুর্গন্ধকে সুগন্ধে রূপান্তরের ভাবনা

পঁয়েশ্যেভালের মতে, বায়ুত্যাগজনিত দুর্গন্ধ মূলত অন্ত্রে জমে থাকা গ্যাস এবং খাদ্যাভ্যাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তিনি লক্ষ্য করেন, নিরামিষভোজী থাকাকালীন তার বায়ুত্যাগে তুলনামূলক কম দুর্গন্ধ থাকলেও শাকসবজির মতো এক ধরনের গন্ধ পাওয়া যেত। কিন্তু আমিষ খাদ্য গ্রহণ শুরু করার পর দুর্গন্ধ অনেক বেশি তীব্র হয়ে ওঠে।

এই পর্যবেক্ষণ থেকেই তিনি এমন একটি ওষুধ তৈরির কথা ভাবেন, যা শুধু দুর্গন্ধ ঢেকে রাখবে না, বরং গ্যাস সৃষ্টির মূল কারণেও কাজ করবে। দীর্ঘ গবেষণার পর তিনি তৈরি করেন সুগন্ধযুক্ত এক বিশেষ পিল।

কীভাবে কাজ করে এই পিল

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পঁয়েশ্যেভালের তৈরি এই পিলে রয়েছে একাধিক প্রাকৃতিক উপাদান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
উদ্ভিদজাত কাঠকয়লা, মৌরি, সামুদ্রিক শৈবাল, পাইন রজন, বিলবেরি এবং কোকো ফলের নির্যাস।

এই উপাদানগুলো অন্ত্রে জমে থাকা গ্যাস শোষণ করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করতে সহায়তা করে। ফলে বায়ুত্যাগজনিত দুর্গন্ধ উল্লেখযোগ্যভাবে কমে যায়। পাশাপাশি নির্দিষ্ট উপাদানের কারণে গ্যাসে যুক্ত হয় ফুল বা চকলেটের মতো সুগন্ধ।

পঁয়েশ্যেভাল দাবি করেন, তার তৈরি ওষুধে কোনো ক্ষতিকর রাসায়নিক নেই এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

শুধু মানুষের জন্য নয়, পোষ্যদের জন্যও

এই উদ্ভাবনেই থেমে থাকেননি পঁয়েশ্যেভাল। মানুষের পাশাপাশি পোষ্য প্রাণীদের বায়ুত্যাগজনিত দুর্গন্ধ কমানোর জন্যও তিনি আলাদা পাউডার তৈরি করেছেন। কুকুর ও বিড়ালের মতো পোষ্যদের জন্য এই পণ্য ইতোমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে।

বাজারে চাহিদা ও জনপ্রিয়তা

পঁয়েশ্যেভালের এই পিল বাজারে আসার পর একেবারেই নতুন একটি বাজার তৈরি হয়েছে। বিশেষ করে উৎসব, ছুটির মৌসুম কিংবা উপহারের সময় এই পিলের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। অনেকেই মজার ছলে বন্ধু বা আত্মীয়দের উপহার হিসেবে এটি কিনে থাকেন।

আবার অনেক মানুষ নিয়মিত এই পিল সেবন করেন পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে। তার ভাষায়, “আমার লক্ষ্য মানুষকে সামাজিক মেলামেশায় অস্বস্তিকর ও লজ্জাজনক পরিস্থিতি থেকে রক্ষা করা।”

ছোট আবিষ্কার, বড় প্রভাব

দেখতে অদ্ভুত শোনালেও, পঁয়েশ্যেভালের এই আবিষ্কার মানুষের দৈনন্দিন জীবনের এক বিব্রতকর সমস্যার কার্যকর সমাধান দিয়েছে। পেটে জমে থাকা দুর্গন্ধযুক্ত গ্যাসকে সুগন্ধে রূপান্তর করার এই পিল তাই অনেকের কাছে এক ধরনের ছোটখাটো বিপ্লব হিসেবেই বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্তিষ্কের ওপর কী প্রভাব পড়ছে?
শিশুদের স্ক্রিন টাইম: মস্তিষ্কের ওপর কী প্রভাব পড়ছে?
মিথ্যা বলার অভ্যাস ছাড়বেন যেভাবে
মিথ্যা বলার অভ্যাস ছাড়বেন যেভাবে
শিশুর ত্বকের সমস্যা বাড়তে পারে সারাদিন ডায়াপার পরালে
শিশুর ত্বকের সমস্যা বাড়তে পারে সারাদিন ডায়াপার পরালে