• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান:

ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ

নিজস্ব প্রতিবেদক    ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ পি.এম.
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন  তারেক রহমান-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু এবং উত্তরাঞ্চলের কৃষি ও কর্মসংস্থান খাতে বড় ধরনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে এসে দেওয়া এই ভাষণ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

তারেক রহমান বলেন, “গত ১৭ বছরে দেশের মানুষের জন্য প্রকৃত অর্থে কোনো উন্নয়ন হয়নি। মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি। জনগণের প্রয়োজনের কথা না ভেবে কিছু গোষ্ঠীর স্বার্থে প্রকল্প নেওয়া হয়েছে।” তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন হবে জনগণের জন্য, লুটপাটের জন্য নয়।

বরেন্দ্র অঞ্চল প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বরেন্দ্র প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল এবং বেগম খালেদা জিয়ার শাসনামলে তা আরও বিস্তৃত হয়। অথচ বর্তমানে এই প্রকল্প কার্যত বন্ধ হয়ে গেছে। “ক্ষমতায় গেলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করব, খাল খনন করব এবং পদ্মা নদী খননের উদ্যোগ নেব,”—বলেন তিনি।

পদ্মাপাড়ের মানুষের উদ্দেশে তারেক রহমান বলেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে উত্তরাঞ্চলের কৃষি, সেচ ও অর্থনীতিতে বিপ্লব ঘটবে। এতে নদীভাঙন কমবে, পানির ন্যায্য বণ্টন নিশ্চিত হবে এবং সার্বিকভাবে মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া রাজশাহীর বিখ্যাত আম শিল্পকে ঘিরে পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার নির্মাণ এবং এই খাতকে কেন্দ্র করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

রাজনৈতিক বক্তব্যে তারেক রহমান বলেন, “দেশ গণতন্ত্রের পথে যাবে, না কি অন্য কোনো পথে-এই সিদ্ধান্ত ১২ তারিখে জনগণকেই নিতে হবে।” তিনি আরও বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে না পারলে কোনো উন্নয়ন প্রকল্পই টেকসই হবে না। তাই যেকোনো মূল্যে গণতন্ত্রের পতাকা ধরে রাখতে হবে।

বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, দলটি সংঘাত বা সহিংসতায় যেতে চায় না। “আমি কারও সমালোচনা করছি না। সমালোচনা করে যদি কারও পেট ভরে, তাহলে করতাম,”-বলে বক্তব্য শেষ করেন তিনি।

তিনি দেশের কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং আইন অনুযায়ী বিচার নিশ্চিত করার দাবি জানান।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে