• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যাত্রীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক    ২৯ জানুয়ারী ২০২৬, ১০:০৬ এ.এম.
মুগদা এলাকায় যাত্রীবাহী একটি রিকশা থেকে তিন বছরের শিশু নিখোঁজ-প্রতীকী ছবি

রাজধানীর মুগদা এলাকায় যাত্রীর তিন বছর বয়সী শিশু সন্তানকে নিয়ে রিকশাচালক উধাও হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে একাধিক টিম কাজ করছে।

ঘটনাটি ঘটে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মুগদা এলাকায়। নিখোঁজ শিশুটির নাম হিসান রহমান। তার মা সুমাইয়া আক্তার জানান, মেডিকেল চেকআপের জন্য তিনি ছেলেকে সঙ্গে নিয়ে মুগদা হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসা শেষে রিকশাযোগে বাড়ি ফেরার পথে ছেলে পানির পিপাসার কথা জানায়।

সুমাইয়া আক্তার বলেন, দোকান থেকে পানি কিনে আনার সময় তিনি ছেলেকে সঙ্গে নিতে চাইলেও হিসান নামতে রাজি হয়নি। তখন রিকশাচালক নিজ দায়িত্বে শিশুটিকে রিকশায় রেখে যাওয়ার কথা বলেন। চালকের কথায় ভরসা করে অল্প সময়ের জন্য পাশের দোকানে যান তিনি। তবে ফিরে এসে দেখতে পান, রিকশা ও তার সন্তান-দু'টোই উধাও।

ঘটনার পরপরই তিনি মুগদা থানায় গিয়ে বিষয়টি জানান এবং একটি জিডি করেন। বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিশুটিকে উদ্ধারের জন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।”

তিনি আরও জানান, আশপাশের এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের চেষ্টা চলছে। রিকশাচালক ও শিশুটির সন্ধান পেতে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

এ ঘটনায় শিশুটির পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা