• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ এ.এম.
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এ উপলক্ষে রাজশাহী মহানগরী ও বিভাগের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী মহানগর বিএনপি এবং বিভাগের চারটি জেলা ইউনিট যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেছে। দুপুর ১২টার দিকে সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমানের। তার দীর্ঘদিন পর রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও গণসংযোগ কার্যক্রম চলছে।

রাজশাহী সদর আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, এই সমাবেশে প্রার্থীদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবকটিতেই বিএনপি বিজয়ী হবে ইনশাআল্লাহ।

বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মাদরাসা মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিজানুর রহমান মিনু বলেন, “২২ বছর পর আমাদের নেতা তারেক রহমান রাজশাহীতে আসছেন। ফলে ভোর থেকেই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা মাঠে জড়ো হবেন। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে।”

তিনি আরও বলেন, বিএনপি অতীতেও চরম প্রতিকূল অবস্থায় সফলভাবে সমাবেশ করেছে। সেই অভিজ্ঞতা থেকেই এবারও বিশাল জনসমাগম হবে বলে তিনি আশাবাদী। তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশের মানুষ গণতান্ত্রিক পরিবর্তনের প্রত্যাশায় তারেক রহমানের দিকেই তাকিয়ে আছে।

মিজানুর রহমান মিনু আরও দাবি করেন, ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য এই সমাবেশ রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজশাহী বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

দলীয় নেতারা মনে করছেন, এই সমাবেশ শুধু একটি নির্বাচনি জনসভা নয়, বরং এটি রাজশাহীসহ উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দলীয় স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে