• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আসিফ মাহমুদ

শেখ হাসিনার দেশত্যাগে যারা কষ্ট পায়, তারা ফ্যাসিবাদ চায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ১১:১৪ পি.এম.
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার দেশত্যাগে যারা কষ্ট পায়, তারা দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। 

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় জোটের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের মা-বোনদের নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি করছেন এবং হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, “আগামীর বাংলাদেশে যারা দেশের মা-বোনদের ইজ্জতের প্রতি হুমকি সৃষ্টি করবে, তাদের প্রতিহত করা হবে।”

তিনি আরও বলেন, ‌‘আমরা অনেক ধৈর্য ধরেছি। তবে বিগত তিনটি নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।’

মো. এনাম খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আশরাফ উদ্দীন মাহদী, কুতুব উদ্দীন, আজিজুর রহমান লিটন, মাঈনুল খন্দকার, আবুল ফাতাহ মাসুদ, জিহান মাহমুদ, হাপেজ মোবারক হোসেন, মো. জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের