• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির তিন প্রার্থীকে সন্ত্রাসী বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ পি.এম.
কমলাপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সাথে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শুরু থেকেই গ্যাংস্টার, চাঁদাবাজ, ক্রিমিনাল ও গডফাদার আখ্যা দিয়ে আসছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এবার তিনি বিএনপির আরও দুই নেতাকেও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মির্জা আব্বাসের পাশাপাশি আরও অনেক গডফাদারকে বিএনপি মনোনয়ন দিয়েছে। ঢাকা-১১ আসনে কাইয়ুম কমিশনার এবং ঢাকা-৬ আসনে জমিদারপুত্র ইশরাককেও তারা মনোনয়ন দিয়েছে। তারা দেশের ক্ষমতা দখল করছে এবং জনগণের ভোটাধিকারকে অগ্রাহ্য করছে।’

বুধবার (২৮ জানুয়ারি) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যদি ক্রিমিনাল র‍্যাঙ্কিং করা হয়, তাহলে দেশের সবচেয়ে বড় গডফাদার ও এক নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস। গতকাল আমাদের ওপর যে হামলা হয়েছে, তাতেই বিষয়টি স্পষ্ট।’

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা মনোনয়নের জন্য চাঁদাবাজি বা দুর্নীতি করিনি। আমার বিরুদ্ধে কোনো আর্থিক দুর্নীতির অভিযোগ নেই। অথচ নির্বাচন কমিশন দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের সুবিধা দিচ্ছে। এটা কেমন নির্বাচন কমিশন?’

মির্জা আব্বাসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি যদি আমার ওপর আক্রমণ করতে চান, আমি ভদ্র মানুষ। তবে আমার ধৈর্যেরও সীমা আছে। বড় গুন্ডা বাহিনী দিয়ে আমাকে থামানো যাবে না। আমরা একবার মরে গেছি—আমাদের জীবন এখন বোনাস লাইফ।’

তিনি আরও বলেন, ‘মির্জা আব্বাস বা বিএনপির নেতাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তবে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার লড়াই চলবে। ভোট কম পাই বা বেশি পাই, তা মুখ্য নয়। ইনশাআল্লাহ ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে কাজ করে যাবো।’

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের প্রচারণায় ‘বনকাগজ’, লিফলেট থেকে জন্ম নেবে গাছ
ভোটের প্রচারণায় ‘বনকাগজ’, লিফলেট থেকে জন্ম নেবে গাছ
চৌদ্দগ্রামে জামায়াতের আমিরের নির্বাচনি জনসভা আজ
চৌদ্দগ্রামে জামায়াতের আমিরের নির্বাচনি জনসভা আজ
তারেক রহমান আজ টাঙ্গাইল-সিরাজগঞ্জে যাচ্ছেন
তারেক রহমান আজ টাঙ্গাইল-সিরাজগঞ্জে যাচ্ছেন