• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে প্রস্তুতি অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো

সিলেট প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ পি.এম.
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি আরও ভালো। নির্বাচনের সঙ্গে জড়িতদের মধ্যে কোনো রাজনৈতিক পক্ষপাত নেই এবং সবাই নির্বাচন পরিচালনায় প্রস্তুত। এখানে সবাই দক্ষ ও সৎ কর্মকর্তা।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে সিলেট নগরীর সুবিদবাজারস্থ পি.টি.আই সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার প্রতিটি ভোটকেন্দ্রে ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে। পাশাপাশি সিসি ক্যামেরা থাকবে, কিছু কেন্দ্রে ড্রোন নজরদারি করা হবে। এছাড়া বডি ওর্ন ক্যামেরা, ডগ স্কোয়াডও থাকবে।

তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১০ জন আনআর্মড আনসার দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী। এছাড়া ৩ জন আর্মড আনসার এবং ২ থেকে ৩ জন পুরুষ পুলিশ সদস্য থাকবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড প্রস্তুত থাকবে। মোবাইল টিমও মাঠে থাকবে। নিরাপত্তা প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি নেই।

তিনি আরও বলেন, ১২ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করতে তিনি সিলেটে এসেছেন। প্রত্যাশার চেয়েও প্রস্তুতি অনেক ভালো হয়েছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচন কমিশনের নির্দেশনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা ও উপদেষ্টাদের গণভোটের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে যে মন্তব্য এসেছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভা পরিচালনা করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী। এতে সিলেট বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা