টাঙ্গাইল-১ আসনে ধানের শীষের পক্ষে মাঠে আদিবাসী নেতৃবৃন্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুরধনবাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে মাঠে নেমেছেন আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ। ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের মাঝে ভোটের আহ্বান জানানো হচ্ছে।
নির্বাচনী প্রচারণায় আদিবাসী নেতা এডভোকেট জন জেত্রা বলেন, বিএনপি সবসময় দেশের সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করেছে। ফকির মাহবুব আনাম স্বপন একজন জনবান্ধব, ত্যাগী ও পরীক্ষিত নেতা- যিনি নির্বাচিত হলে মধুপুর ও ধনবাড়ী এলাকার সার্বিক উন্নয়ন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।

এ সময় তারা ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষই মানুষের মুক্তির প্রতীক এই বার্তা নিয়ে তারা গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলেছেন।
প্রচারণাকালে স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ আরও জানান, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের আদিবাসীরা বিভিন্ন সমস্যায় অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ভূমি-সংক্রান্ত ন্যায্য দাবি আদায়ে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের বিকল্প নেই।
এদিকে নির্বাচনী মাঠে আদিবাসী নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণে ধানের শীষের প্রচারণা নতুন গতি পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক নেতাকর্মীরা। দিন যত এগোচ্ছে, ততই মধুপুর–ধনবাড়ী এলাকায় ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়ছে বলে স্থানীয়রা দাবি করছেন।
ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ







