• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

নেত্রকোণা প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ পি.এম.
নেত্রকোণায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক যুবক। ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ হাজার ২শত বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

আটককৃত ব্যাক্তি রংপুর জেলার পীরগাছা থানাধীন যাদুলস্কর অন্নদা নগর গ্রামের নূরুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (২২)।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহ এর একটি চৌকস টিম নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় (২৭ জানুয়ারি) দিবাগত ভোর রাতে দৌলতপুর হাসপাতাল রোড এলাকাস্থ রহিমা এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় মোহনগঞ্জ টু ধর্মপাশা পাকা সড়ক থেকে মোঃ সোহেল রানাকে ১০ হাজার ২ শত বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

পরে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হলে, বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে