• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একসাথে কাজ করলে পরিবর্তন সম্ভব: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পি.এম.
তিল্পাপাড়া কাপড়ের মার্কেট ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন হাবিব-ছবি-ভিওডি বাংলা

ঢাকা–৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আপনাদের সমস্যা মানে আমার সমস্যা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং একসঙ্গে কাজ করি, তাহলে ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারব। এলাকার পরিবর্তন সহজ হবে। আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এলাকার সন্তান হিসেবে আপনাদের ভোট চাই। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। এই নির্বাচনের জন্য দেশের মানুষকে প্রায় ১৬-১৭ বছর অপেক্ষা করতে হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি)  খিলগাঁও তিল্পাপাড়া কাপড়ের মার্কেট ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, এই নির্বাচনের জন্য অনেক নেতা-কর্মী শহীদ হয়েছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাও প্রাণ হারিয়েছেন। শহীদ শরীফ ওসমান হাদিসহ অসংখ্য মানুষ এ দেশের গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন।

হাবিব আরও বলেন, ভোটকেন্দ্রে গিয়ে সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান দেখানো প্রত্যেক নাগরিকের দায়িত্ব। নিজের ভোট প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক, নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ঢাকা-৯ এলাকার নাগরিকরা দীর্ঘদিন বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত। কিছু মানুষ পরিকল্পিতভাবে দেশ ও এলাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি কঠোরভাবে জানান, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসে যারা জড়িত, তারা ভবিষ্যতে পার পাবে না। দলের চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা এক-দুবার পার হতে পারে, কিন্তু দীর্ঘদিন পার পাবে না।

আমরা মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই ও ঢাকা-৯ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন উৎসর্গকে স্মরণ করে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। অতীতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ৩৮ বছর রাজনীতিতে এবং ৫৩ বছর ধরে এলাকায় বসবাস করছেন তিনি।

হাবিব আরও বলেন, “আপনাদের সমস্যা মানে আমার সমস্যা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং একসঙ্গে কাজ করি, তাহলে ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারব। আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এলাকার সন্তান হিসেবে আপনাদের ভোট চাই।” 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে