• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইশরাক হোসেন

মাদক ও সন্ত্রাস দমনে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ পি.এম.
গুপীবাগ এলাকাবাসীর উদ্যোগে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

ঢাকা–৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন। এ ক্ষেত্রে কোনো ব্যক্তির দলীয় পরিচয় বিবেচনায় আনা হবে না। যাঁরা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৮ জানুয়ারি) গুপীবাগ সপ্তম লেনে এলাকাবাসীর উদ্যোগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, মাদক ব্যবসা এই অঞ্চলের যুবসমাজকে ধ্বংস করছে এবং এলাকাকে অনিরাপদ করে তুলেছে। তিনি টিটিপাড়া এলাকায় অতীতে ফেন্সিডিলের একটি বড় ভূগর্ভস্থ গুদাম উদ্ধারের ঘটনার কথা উল্লেখ করে বলেন, মাদক কারবারিদের কারণে নারী ও শিশুদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

ইশরাক হোসেন বলেন, মাদকের সঙ্গে জড়িত যাঁরাই থাকুক না কেন, তাঁদের প্রকাশ্যে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। প্রয়োজনে তিনি নিজে উপস্থিত থেকে এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন বলেও জানান।

তিনি আরও বলেন, নারীরা যাতে নিরাপদে ও স্বস্তিতে রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও চাঁদাবাজি এই এলাকায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি ঘোষণা দেন।

গ্যাস সংকটের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, ঢাকা–৬ আসন ও পুরান ঢাকার গ্যাস সমস্যার বিষয়ে তিনি আগে থেকেই উদ্যোগ নিয়েছেন। দুই মাস আগে তিনি তিতাস গ্যাস কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট এলাকায় একটি সার্ভে করা হয়। সেই সার্ভের রিপোর্ট তিনি পেয়েছেন বলে জানান।

তিনি বলেন, বর্তমানে তিনি একজন প্রার্থী হওয়ায় আচরণবিধি মেনে চলতে হচ্ছে। তবে আগামী ১২ ফেব্রুয়ারির পর গ্যাস সংকটসহ এলাকার অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এলাকাবাসী তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করলে কাজগুলো আরও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানান তিনি।

রেললাইনের ঝুঁকিপূর্ণ পারাপারের বিষয়ে ইশরাক হোসেন বলেন, শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে রেললাইনের সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তা, আইনশৃঙ্খলার অবনতি এবং অবৈধ দখলের বিষয়েও তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সড়ক ও ফুটপাথে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার কথাও বলেন তিনি।

ইশরাক হোসেন এলাকাবাসীর প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, তাঁকে একটি সুযোগ দিলে তিনি এলাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য একটি রোল মডেল এলাকায় রূপান্তর করতে কাজ করবেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন
আসিফ মাহমুদ সজীব: সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন