• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রেন্ট ক্রিস্টেনসেন:

যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পি.এম.
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচনের বিষয়ে মতামত জানান-ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ পক্ষের সঙ্গে নেই। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গে কাজ করবে।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নয়। নির্বাচনের ফলাফল নির্ধারণের একমাত্র অধিকার বাংলাদেশের জনগণের। যাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, আমরা সেই সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

রাষ্ট্রদূত আগামি ১২ ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়েও আগ্রহ প্রকাশ করে বলেন, “আমি এই নির্বাচনের জন্য খুবই আগ্রহী এবং এর ফলাফলের দিকে তাকিয়ে আছি। আশা করি এটি একটি উৎসবমুখর দিন হবে, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবেন।”

তিনি আরও জানান, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি জানতে পেরেছেন যে নির্বাচনের দিনটি আনন্দময় ও উৎসবমুখর হবে বলে আশা করছেন। এ প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “আমি চাই এই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সিইসি যে তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট।”

রাষ্ট্রদূত আরও বলেন, “আমিও ১২ ফেব্রুয়ারির ফলাফলের জন্য অপেক্ষা করছি। আশা করি এটি বাংলাদেশের জন্য একটি সফল ও জনমুখী নির্বাচন হবে।”

ব্রেন্ট ক্রিস্টেনসেনের এই বক্তব্য দেশের রাজনৈতিক পর্যবেক্ষক ও আন্তর্জাতিক সম্প্রদায়কেও নিশ্চিত করে যে, যুক্তরাষ্ট্রের অবস্থান নিরপেক্ষ। তিনি ভোটারদের স্বতন্ত্র সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেন, “বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবেন, তার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। আমরা একেবারেই কোনো প্রভাব খাটানোর চেষ্টা করব না।”

এদিকে, প্রধান নির্বাচন কমিশনারও রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকে ফলপ্রসূ ও তথ্যবহুল হিসেবে উল্লেখ করেন। তার মতে, এই ধরনের আন্তর্জাতিক পর্যবেক্ষণ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়ক।

সংক্ষিপ্তভাবে, রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বার্তা স্পষ্ট: যুক্তরাষ্ট্র নিরপেক্ষ, এবং বাংলাদেশের জনগণের ভোটই আগামী সরকারের ভাগ্য নির্ধারণ করবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”
মাহফুজ আলম: জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”