তারেক রহমান:
দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন

দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৮ জানুয়ারি) তার এই সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দেশে ফেরার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর বগুড়ায়। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও এই সফরকে ঘিরে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমানের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি চেয়ারম্যান হিসেবে তিনি এই সফরের মাধ্যমে উত্তরাঞ্চলের ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং দলের নির্বাচনি অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরবেন।
বুধবার দিনের শুরুতে তারেক রহমান রাজশাহী ও নওগাঁয় আয়োজিত দলীয় নির্বাচনি জনসভায় অংশ নেবেন। সেখানে বক্তব্য প্রদান শেষে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালু উপজেলায় আয়োজিত পথসভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, রাজশাহী ও নওগাঁর জনসভা শেষে রাত ৮টার দিকে তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন। প্রথম দিনই তিনি ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়াবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। এরপর তিনি শহরের একটি হোটেলে রাত্রিযাপন করবেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানা জানান, তারেক রহমান বগুড়ায় অবস্থানকালে হোটেল নাজ গার্ডেনের একটি প্রেসিডেন্সিয়াল সুইট রুমে থাকবেন।
পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রাম এলাকায় পৃথক পৃথক পথসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন।
এদিন তিনি শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এবং জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। সফরের শেষ পর্যায়ে তিনি গাবতলীর বাগবাড়িতে অবস্থিত তার পিতৃভূমিতে যাবেন বলে নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল।
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, “দীর্ঘদিন পর আমাদের নেতা বগুড়ায় আসছেন। তার এই সফর নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বেই দেশ আবার উন্নয়নের পথে ফিরবে।”
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে। জনসভাকে সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। আলতাফুন্নেছা খেলার মাঠকে সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও মঞ্চসজ্জায়।
তিনি আরও বলেন, “ঘরের ছেলে ঘরে ফিরছে-এই অনুভূতি নিয়েই বগুড়াবাসী তাকে স্বাগত জানাতে প্রস্তুত।”
উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি তারেক রহমানের বগুড়া সফরের কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়। সে সময় তার আগমনকে কেন্দ্র করে বগুড়া শহরের বিভিন্ন সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়। ছোট-বড় প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ শেষ করা হয়েছে।
তারেক রহমানের এই সফরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, সফরকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
দীর্ঘ ১৯ বছর পর দলের চেয়ারম্যানের পিতৃভূমিতে প্রত্যাবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করছেন দলটির নেতাকর্মীরা। এই সফরের মধ্য দিয়ে উত্তরাঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তারা।
ভিওডি বাংলা/জা







