পাকিস্তানের প্রখ্যাত টিভি অভিনেতা খালিদ হাফিজ খানের মৃত্যু

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা খালিদ হাফিজ খান আর নেই। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী ইসলামাবাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে পাকিস্তানের বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়েছে, খালিদ হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অসংখ্য তারকা। সহ-অভিনেতা বুশরা আনসারি, নওমান মাসুদসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়ে প্রয়াত এই অভিনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
খালিদ হাফিজ খান পিটিভির জনপ্রিয় টিভি সিরিজ ‘গেস্ট হাউজ’-এ শামীম চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেন। সিরিজটি পিটিভির অন্যতম সফল ও দর্শকপ্রিয় প্রযোজনা হিসেবে বিবেচিত। তার প্রাণবন্ত অভিনয় ও সাবলীল অভিব্যক্তি দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিল।
এ ছাড়া তিনি ‘সিলসিলে’ এবং ‘নিশান-ই-হায়দার: ক্যাপ্টেন মোহাম্মদ সারওয়ার শহিদ’সহ বেশ কয়েকটি দীর্ঘ নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয়জীবনে তিনি পিটিভির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।
ব্যক্তিগত জীবনে খালিদ হাফিজ পরিবারসহ ইসলামাবাদে বসবাস করতেন। তার মৃত্যুতে ভক্ত ও সহকর্মীরা একজন গুণী অভিনেতাকে হারানোর বেদনায় শোকাহত।
ভিওডি বাংলা/জা







