• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৪ বছর পর চালু হলো ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ এ.এম.
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-ছবি-ভিওডি বাংলা

দীর্ঘ ১৪ বছর পর আবারও চালু হলো ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ট্রানজিট ঝামেলা না থাকায় যাত্রীদের সময় যেমন কমবে, তেমনি রাউন্ড ট্রিপে সাশ্রয় হবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত।

প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন-বৃহস্পতিবার ও শনিবার-ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। সরাসরি ফ্লাইট চালুর ফলে ঢাকা থেকে করাচি যেতে এখন সময় লাগবে মাত্র তিন ঘণ্টার মতো, যেখানে আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব হয়ে যেতে হতো দীর্ঘ সময় ও অতিরিক্ত খরচে।

নন-স্টপ ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পুরোনো সম্পর্ক আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথ চালু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। অনেক যাত্রীই জানান, পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থান দেখার আগ্রহ বহুদিনের। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সেই স্বপ্ন বাস্তবায়ন এখন অনেক সহজ হয়েছে।

ঢাকা থেকে করাচি ১ হাজার ৪৭১ মাইল পথ অতিক্রমে ব্যবহার করা হচ্ছে ১৬২ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ। বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, উদ্বোধনী ফ্লাইটের সব সিট আগেই বিক্রি হয়ে গেছে। এমনকি দ্বিতীয় ফ্লাইটের সিটও ৮০ শতাংশের বেশি বিক্রি হয়েছে, যা যাত্রীদের আগ্রহেরই প্রমাণ।

তিনি আরও বলেন, আগে সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের দুবাই, দোহা কিংবা অন্য ট্রানজিট হাব ব্যবহার করতে হতো। এতে ভ্রমণ ব্যয় ও সময় দুইই বেড়ে যেত। এখন নন-স্টপ ফ্লাইট চালু হওয়ায় যাত্রা হবে অনেক বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ, দ্রুত ও ঝামেলামুক্ত।

বিশেষজ্ঞদের মতে, ঢাকা-করাচি রুট শুধু যাত্রী পরিবহনেই নয়, বাণিজ্যিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান সরকার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে প্রতিবছর পর্যটন খাত থেকে প্রায় ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার রাজস্ব আয় করে। সরাসরি বিমান চলাচল চালু হলে দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, সরাসরি ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক আরও উন্নত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে কার্গো পরিবহনের ক্ষেত্রেও এই রুটে ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা-করাচি রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে যাত্রীদের মধ্যপ্রাচ্যের ট্রানজিট ব্যবহার করে যাতায়াত করতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন ব্যবস্থায় রাউন্ড ট্রিপে ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হয়ে সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা