• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসি সানাউল্লাহ

এখনো উদ্ধার হয়নি চার শতাধিক অবৈধ অস্ত্র

কুমিল্লা প্রতিনিধি    ২৭ জানুয়ারী ২০২৬, ১১:০৪ পি.এম.
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে। তিনি জানান, এখনো চার শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, যা দুশ্চিন্তার কারণ। তবে স্বস্তির বিষয় হলো—গত ১৩ ডিসেম্বর ‘ডেভিল হান্ট ফেজ টু’ শুরুর পর পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, চেকপয়েন্ট অপারেশন রেনডমভাবে পরিচালনা করতে হবে, যাতে সন্ত্রাসীরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে নিরাপদ মনে না করে।

আনসার বাহিনীর প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, কোনো ভুয়া ব্যক্তি যেন আনসারের পোশাক পরে দায়িত্ব পালন করতে না পারে। অতীতের নির্বাচনগুলোতে এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল বলেও উল্লেখ করেন তিনি। 

সভায় কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের