• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এবার কারাগার থেকে ভোট দিবেন সাবেক এমপি ও মন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ পি.এম.
হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গণভোটে প্রার্থী না হওয়া সত্ত্বেও অন্তত ২২ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। তাদের মধ্যে রয়েছেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান, ডা. এনামুর রহমানসহ বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ চালু হওয়ায় মোট ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোট দিতে নিবন্ধন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭১টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কারা কর্তৃপক্ষ ভোটকেন্দ্র স্থাপন, সময়সূচি নির্ধারণ ও নিরাপত্তাসহ প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।

প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের পাশাপাশি ইসি আইন সংশোধন করে হাজতিদেরও ভোটাধিকার নিশ্চিত করেছে। তবে নিবন্ধনকারী কারাবন্দির সংখ্যা তুলনামূলকভাবে কম, কারণ অনেকের জাতীয় পরিচয়পত্র নেই বা কেউ ভোট দিতে আগ্রহী নন।

ভিওডি বাংলা/ এনআর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি