• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আসিফ মাহমুদ:

জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি-বিদেশিদের লাল কার্ড দেখানো হবে

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৬:২১ পি.এম.
নোয়াখালীর সেনবাগে নির্বাচনী পদযাত্রায় বক্তব্য রাখছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ-ছবি-ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয়তাবাদের দোহাই দিয়ে যারা বিদেশি নাগরিক ও ঋণখেলাপি প্রার্থী মাঠে আনা হচ্ছে, তাদের জনগণকে সঙ্গে নিয়ে লাল কার্ড দেখানো হবে। তিনি বলেন, যারা জাতীয়তাবাদের কথা বলছে কিন্তু দলের প্রার্থীদের মধ্যে বড় অংশই বিদেশি নাগরিক, তাদের এই বক্তব্য জনসাধারণের কাছে হাস্যকর শোনাচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ আরও বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল ইতিহাসের পাতায় থাকলেও বাস্তবে এর কোনো চিহ্ন নেই। তারা অতীতে জনগণের টাকা লুট করেছে এবং ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। এখনও তারা ক্ষমতায় এলে জনগণের অর্থ লুণ্ঠনের পরিকল্পনা করছে। আমরা কি তাদের সেই সুযোগ দেবো?”

তিনি দেশের নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিশ্রুতির বিষয়ে মন্তব্য করে বলেন, “একই সময়ে তারা কৃষক ও শ্রমিকদের পেনশনের কথা বলে, কিন্তু বাস্তবে তা বাস্তবায়ন করে না। ফ্যামিলি কার্ড বা অন্যান্য প্রতিশ্রুতি যে দাবি করুক না কেন, মানুষের অভিজ্ঞতা তাদের সত্যিকারের অঙ্গীকারের স্বাক্ষর দেখায়।”

এনসিপি মুখপাত্র আরও বলেন, “একদিকে তারা সংস্কারের কথা বলছে, অন্যদিকে মাঠ পর্যায়ে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এই দ্বিমুখী নীতি বা মুনাফিকি ইতিমধ্যে জনগণ চিহ্নিত করেছে।”

আসিফ মাহমুদ এই ধরনের কর্মকাণ্ডকে দেশের জাতীয় স্বার্থবিরোধী উল্লেখ করে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের প্রচারণায় ‘বনকাগজ’, লিফলেট থেকে জন্ম নেবে গাছ
ভোটের প্রচারণায় ‘বনকাগজ’, লিফলেট থেকে জন্ম নেবে গাছ
চৌদ্দগ্রামে জামায়াতের আমিরের নির্বাচনি জনসভা আজ
চৌদ্দগ্রামে জামায়াতের আমিরের নির্বাচনি জনসভা আজ
তারেক রহমান আজ টাঙ্গাইল-সিরাজগঞ্জে যাচ্ছেন
তারেক রহমান আজ টাঙ্গাইল-সিরাজগঞ্জে যাচ্ছেন