• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন

ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার মান বাড়বে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ পি.এম.
তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি

পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশের মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি তিনটি প্রাথমিক ও নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা এই কার্যক্রম উদ্বোধন করেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘সারা পৃথিবীতে ইন্টারনেট পৌঁছে গেছে, অথচ তোমাদের এলাকায় পৌঁছায়নি। এ জন্য সরকার দায়ী। আজ মাত্র ১২টি স্কুল দিয়ে শুরু করলাম, অথচ এটি ৩,৫০০ স্কুলে শুরু হওয়ার কথা। আমরা দ্রুত এ লক্ষ্যে পৌঁছাতে চাই।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে আর এক শিক্ষকের ওপর নির্ভর থাকতে হবে না। শিক্ষকের অভাবে তোমাদের শিক্ষার মান কমবে না। স্বাস্থ্যসেবা ও চিকিৎসকের পরামর্শও সহজে নেওয়া যাবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই এ দেশের নাগরিক। অন্য নাগরিক যে অধিকার পায়, তোমরাও সেই অধিকার পাবে। বঞ্চিত থাকার কোনো কারণ নেই।’

আজ থেকে রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, কাপ্তাই আল-আমিন নূরীয়া দাখিল মাদ্রাসা, ফারুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়; খাগড়াছড়ির কমলছড়ি পাইলট হাই স্কুল, হাজাছড়ি জুনিয়র হাইস্কুল, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও পুজগাং মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়; এবং বান্দরবানের বালাঘাটা আইডিয়াল স্কুল, হাজী ফিরোজা বেগম ওয়ামি একাডেমি, তিন্দু জুনিয়র হাই স্কুল ও বগামুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে দ্রুততম সময়ে পার্বত্য তিন জেলায় নির্বাচিত ১৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কার্যক্রম সম্প্রসারিত হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘এই কার্যক্রমের মাধ্যমে সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করল। পার্বত্য অঞ্চলের মানুষদের পেছনে রাখা হবে না। পুরো দেশ ও বিশ্ব পার্বত্য চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি