রেজাউল করিমের
ক্ষমতার লোভে ইসলামের নামে বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনি এলাকা রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নির্বাচনি জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “আবার আরেক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে তারা আমাদের ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেছে।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একা নয়, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন এবং দেশের সম্মানিত উলামা-মাশায়েকগণও আমাদের পাশে আছেন। তিনি নির্বাচনী সমর্থকদের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
মুফতি রেজাউল করিম বলেন, “আমরা আল্লাহর উপর ভরসা রেখে দেশকে উন্নত ও শান্তিপূর্ণ করার চেষ্টা করব। তাই হাতপাখা প্রতীকের মাধ্যমে আমাদের প্রার্থীর প্রতি সমর্থন নিশ্চিত করতে হবে।”
জনসভা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। জেলা ও উপজেলা শাখার মুজাহিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন এবং নির্বাচনী সমর্থকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।
এই জনসভা কুড়িগ্রাম-৪ এলাকার জনগণ ও দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে এবং নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করেছে।
ভিওডি বাংলা/জা







