• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজিজুল বারী হেলাল

সারাদেশে বিএনপির প্রতি মানুষের ব্যাপক সাড়া মিলছে

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ পি.এম.
রূপসা ও তেরোখাদায় গণসংযোগ ও মতবিনিময় সভায় বক্তব্য দেন হেলাল-ছবি-ভিওডি বাংলা

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সারাদেশে বিএনপির প্রতি মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে বিএনপির রাজনৈতিক কর্মসূচি ও শীর্ষ নেতৃত্বের সফরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তার প্রমাণ।

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী খুলনার রূপসা ও তেরোখাদা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন, “আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি সিলেট ও চট্টগ্রাম অঞ্চল সফর করেছেন। তার প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা ও সমর্থন দেখা গেছে, তা আপনারা গণমাধ্যমের মাধ্যমে প্রত্যক্ষ করেছেন। এটি প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে বিএনপির দিকেই তারা তাকিয়ে আছে।”

নিজ নির্বাচনী এলাকা প্রসঙ্গে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের সঙ্গে কাজ করে আসছি। এখানকার মানুষের সুখ-দুঃখ, চাওয়া-পাওয়ার সঙ্গে আমি পরিচিত। গতকাল আমি আমার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছি, যেখানে শুধু জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়, বরং আমার ব্যক্তিগত পরিকল্পনা ও বিএনপির রাষ্ট্রচিন্তার একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে।”

ফ্যামিলি কার্ড ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে বিভ্রান্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “একটি মহল বিএনপির ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই-বর্তমানে প্রচলিত সকল সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বহাল থাকবে। এর পাশাপাশি নতুন করে চালু করা হবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করলে এসব কর্মসূচি বাস্তবায়নে আমি নিজে কাজ করতে পারব। বিএনপি সবসময় গণমানুষের কথা ভাবে। আমরা পুরোনো, জরাজীর্ণ ও বৈষম্যমূলক ব্যবস্থাকে ছুড়ে ফেলে দিয়ে একটি নতুন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।”

দিনব্যাপী কর্মসূচির শুরুতে তিনি রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের প্রধান নির্বাচনি কার্যালয়ে রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া এলাকার নির্বাচনি এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে দুপুর ২টায় আইচগাতী উত্তরপাড়ায় একটি নির্বাচনি মতবিনিময় সভায় অংশ নেন।

বিকেলে তেরোখাদা উপজেলার ছাগলাদাহ বাজারে তিনি ব্যাপক গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন। পরে আড়াকান্দি ও কুশলায় গ্রামে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ আব্দুর রশিদ, তেরোখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, এম এ সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে