গড়েরকান্দা এলাকা থেকে চার ইয়াবা পাচারকারী গ্রেপ্তার

সাতক্ষীরায় চার ইয়াবা পাচারকারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধায় পৌরসভার গড়েরকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার ইয়াবা কারবারি (ড্রাগ কুইন) মোছা. আনজু আরার তিন ছেলে আজিজুল ইসলাম, আসিফ হোসেন, আজমির হোসেন এবং একই এলাকার রেজাউল ইসলামের পুত্র মামুন।
সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প জানায়, ইয়াবা কারবারি (ড্রাগ কুইন) মোছঃ আনজু আরা দীর্ঘদিন যাবৎ তার তিন পুত্রকে সঙ্গে নিয়ে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন গোপন সংবাদের সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চার জনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরে বাড়ি তল্লাশি করে কিছু ধারালো অস্ত্র, ইয়াবা এবং গাজা উদ্ধার করা হয়।
ভিওডি বাংলা/ আবদুল্লাহ আল মামুন/ আ







