• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টাঙ্গাইল-১

ধানের শীষের নির্বাচনী প্রচারণায় গণঅধিকার পরিষদ নেতা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৭ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পি.এম.
ধানের শীষের নির্বাচনী প্রচারণায় গণঅধিকার পরিষদ নেতা। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এ প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুকুল খান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় মুকুল খান ভোটারদের উদ্দেশ্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

ধানের শীষের নির্বাচনী প্রচারণায় গণঅধিকার পরিষদ নেতা।

তিনি আরও বলেন, ‘ফকির মাহবুব আনাম স্বপন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। জনগণের দুঃখ-কষ্ট বোঝেন এবং এলাকার উন্নয়নে আন্তরিক। এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।’

নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন বেরিবাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা'সহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় নেতাকর্মীদের মাঝে প্রচারণাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের