• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

র‌্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ১২:৪০ পি.এম.
র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া-ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার হত্যার মামলায় র‌্যাব-৭ গ্রেপ্তার করেছে দুই আসামিকে।

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার হওয়া দুইজন হলেন মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. মিজান এবং তার সহযোগী। এর আগে একই মামলায় শুক্রবার (২৩ জানুয়ারি) আসামি কালা বাচ্চুকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এক নম্বর সমাজের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে মামলায় মোট তিন আসামি গ্রেফতার হলো।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে র‌্যাব-৭ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জঙ্গল সলিমপুর প্রশাসনিকভাবে সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত হলেও এখানে প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। খাস জমির তিন হাজার ১০০ একরজুড়ে গড়ে উঠেছে এই ঝুঁকিপূর্ণ বসতি। চার দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনও পাহাড় কেটে অবৈধ প্লট বাণিজ্য চলছে।

এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকায় গড়ে উঠেছে সন্ত্রাসী বাহিনী। জঙ্গল সলিমপুরে সশস্ত্র পাহারায় থাকে সন্ত্রাসীরা। বারবার সংঘর্ষ ও হামলার কারণে এলাকায় সাধারণ মানুষজন আতঙ্কিত।

প্রসঙ্গত, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে র‌্যাব-৭ একটি অভিযানে যায় জঙ্গল সলিমপুরে। এ সময় দুর্বৃত্তরা তাদের গাড়ির গতিরোধ করে ভাঙচুর করে এবং র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনায় র‌্যাবের চার সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করা হয়। অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

মৃত র‌্যাব কর্মকর্তার মরদেহ কুমিল্লায় আনা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। র‌্যাব-৭ কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী বাহিনীর সঙ্গে সরাসরি যুক্ত এবং জঙ্গল সলিমপুরের অবৈধ কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

র‌্যাবের এই অভিযান এলাকায় সন্ত্রাস দমনের পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ন বলে মন্তব্য করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি, নিরাপত্তা বাহিনী জঙ্গলের অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে বিশেষ নজরদারি অব্যাহত রাখবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি